খায়রুল আলম সবুজ, খলিষখালী (পাটকেলঘাটা): পাটকেলঘাটার খলিষখালীতে এক নৌকা প্রেমিকের দেখা মিলেছে। তার মোস্তাফিজুর রহমান (মিন্টু)। পেশায় পশু ডাক্তার। সময় পেলেই হাতের ধারে থাকা কাগজ দিয়ে নৌকা বানাতে লেগে যান তিনি। আর এই নৌকা বানানোর স্বভাব তৈরী হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ও আওয়ামী লীগকে ভালবাসার কারণে। এখন এলাকার লোকে তাকে চেনে নৌকা প্রেমিক বলে।
নৌকা প্রেমিক মোস্তাফিজুর রহমান জানান, আমার ছোট বেলা থেকেই নৌকা বানানো শখ। আমি যখন খুব ছোট ছিলাম তখন টেলিভিশনে প্রাণ প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনতাম। তখন ভাষণটি শুনে আমার খুব ভাল লেগেছিল। তখন এলাকাতে খুব বেশি টেলিভিশন ছিল না। তাই পায়ে হেটে হেটে অনেক দূরে যেতাম শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনব বলে। যেখানে যেতাম রেডিও-টেলিভিশনে র জাতির পিতা’র ভাষণ হলে শুনতে বসে যেতাম। আর তার নৌকা বানাতাম। এভাবে এটা এক প্রকার স্বাভবে পরিণত হয়ে গেছে। নৌকা আওয়ামী লীগের প্রতীক, তাই ভালবেসে এটা তৈরী করি। এখনও মনের অজান্তেই নৌকা বানাই। কি করব এই একটাই নেশা মনে দানা বেধেছে। জাতির পিতাকে তো আর নিজের চোখে দেখতে পাব না, তাই তার দেওয়া প্রতীকটাই বানাতে ভাল লাগে।
খলিষখালীতে কাগজের নৌকায় বঙ্গবন্ধুকে খুঁজে পান মোস্তাফিজুর রহমান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/