আবু রায়হান, কৈখালী (শ্যামনগর): শ্যামনগরের কৈখালীতে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন তুলে ধরে জনসভা করেছেন সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আতাউল হক দোলন।
রোববার (২১ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী অগ্রগতি যুব সংঘের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জি এম ফজলুল হকের সভাপতিত্বে সহ¯্রাধিক নারী পুরুষের অংশগ্রহণে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান করেন। এসময় তিনি সকলের কাছে শেখ হাসিনাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য দোয়া কামনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক পবিত্র কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা স ম আব্দুস সত্তার, মো. সাইদুজ্জামান সাঈদ, শেখ ফারুক হোসাইন, মো. শাহীন আলম, মাহফুজ আলম, মাহবুর রহমান, আবু বক্কার গাজী, শুসান্ত বিশ্বাস, খলিলুর রহমান, কুমুদ রন্জন, আমির প্রমুখ।
কৈখালীতে সরকারের উন্নয়ন প্রচারে আওয়ামী লীগ নেতা দোলনের জনসভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/