কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে মাদক ব্যবসায়ীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিষ্ণপুর গ্রামের আকবর গাজীর ছেলে উজ্জল গাজী (২৫), হাড়িয়াঘোপ গ্রামের পঞ্চানন দাসের ছেলে বিষ্ণুপদ দাস (৪৫), খতিয়াখালি গ্রামের জতিন দাসের ছেলে বাবুল দাস (৩৫), আলতাপোল গ্রামের আব্দুল ওহাবের ছেলে আলী হোসেন (৩০), বগা গ্রামের করিম সরদারের ছেলে হুমায়ুন কবীর (৩৫), শহরের মজিদ গাজীর ছেলে আব্দুল মতিন (৩২) ও আড়–য়া গ্রামের নওশের আলীর ছেলে ফজলুর রহমান (৩৫)।
কেশবপুর থানার ওসি (তদন্ত) শাহাজান আহমেদ জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিষ্ণপুর গ্রাম থেকে একাদিক মাদক মামলার আসামি উজ্জল গাজীকে ১০ পিচ ইয়াবা ও হাড়িয়াঘোপ গ্রাম থেকে মাদক মামলার আসামি বিষ্ণুপদ দাসকে দুশ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে থানায় পৃথক ভাবে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার খতিয়াখালি গ্রাম থেকে বাবুল দাস, আলতাপোল গ্রাম থেকে আলী হোসেন, বগা গ্রাম থেকে হুমায়ুন কবীর, কেশবপুর শহর থেকে আব্দুল মতিন ও আড়–য়া গ্রাম থেকে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।