কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে মোশাররফ চেয়ারম্যানের কবরের পাশ থেকে পেট্রোলসহ আব্দুল জব্বার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পেট্রোলের বোতলসহ তাকে আটক করা হয়।
আব্দুল জব্বার কৃষ্ণনগর গ্রামের মৃত নিমাই গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার প্রয়াত চেয়ারম্যানের কবরের উপরে রাখা ব্যানার ছিড়ে কবরের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এসময় স্থানীয় গ্রাম পুলিশ শাহীন ও মানপুর গ্রামের অজেদ আলীর ছেলে বাবু এই দৃশ্য দেখে ফেলেন। তৎক্ষণাৎ তাকে আটক করে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
এ ব্যাপারে আটক আব্দুল জব্বারের কাছে জানতে চাওয়া হলে সে বলে স্থানীয় এক ব্যক্তি তাকে এ কাজে উৎসাহিত করেছে। এ কাজের বিনিময়ে সে দুইশ টাকা পুরস্কার পাবে বলে জানিয়েছে জব্বার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সে চেয়ারম্যানের বাড়িতে আটক ছিল।