Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে বিজয় ফুল ও মুক্তিযুদ্ধের গল্প বলা প্রতিযোগিতা

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গল্প, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, দলগত দেশাত্মবোধক গান এবং জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষ্যে কালিকাপুর সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসা, রামনগর জামেয়া কাদেরিয়া আলিয়া মাদ্রাসা, কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল, নেংগী মাধ্যমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রসা, রামনগর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ৬৮নং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে, রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় ফুল ও ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version