Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সোমবার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ইউএসআইডির আর্থিক সহযোগিতায়, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের নবযাত্রা প্রকল্পের, ওয়াশ কম্পোনেন্টের উদ্যোগে আলোচনা সভা, হাত ধোয়া ডেমোনেস্ট্রেশন, টিপিট্যাপ তৈরি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি প্রধান শিক্ষক দামোদর সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আফসার উদ্দিন ও শফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ভিডিসির সদস্য এবং নবযাত্রা প্রকল্পের অর্গানাইজার ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে সহকারি শিক্ষক অসীম কুমার মন্ডল, মোস্তফা ইউছুফ আলম, আফজাল হোসেন, এমসিএইচএন অর্গানাইজার তৃমিতি মান্না বাপতিষ্ট ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের ওয়াস অর্গানাইজার ছামিউল আলম সঠিক নিয়মে হাত ধোয়া ও স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগী হওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version