কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: ক্যারাম খেলাকে কেন্দ্র করে শ্যামনগরের কাশিমাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ অক্টোবর) রাতে।
প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়, ঘটনার দিন রাত ৯টার দিকে গোবিন্দপুর গ্রামের মুন্দিরআটির আব্দুল আলীম মোড়লের ছেলে নুর আলমের সাথে ক্যারাম খেলাকে কেন্দ্র করে একই গ্রামের সালাম মোড়লের ছেলে মারুফের বাক-বিত-া হয়। এই ঘটনার জের ধরে একই দিন রাত ১০টার দিকে সালাম মোড়লের ছেলে মারুফ বিল্যাহ, হামজার মোড়লের ছেলে আলমগীর, বাসার মোড়লের ছেলে সুমন, শহীদুলের ছেলে রাশিদুলসহ অজ্ঞাতনামা ৪-৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী অনধিকারপূর্বক আব্দুল আলীমের বাড়িতে প্রবেশ করে বসতঘরের চালের এ্যালবেস্টর ভেঙে গুড়িয়ে দেয় এবং ঘরের মধ্যে প্রবেশ করে নগদ অর্থসহ মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।