Site icon suprovatsatkhira.com

কাশিমাড়ীতে কমিউনিটি অ্যাকশন ডে উপলক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: ‘মুমূর্ষু রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে’ এই স্লোগানকে সামনে রেখে শ্যামনগরের কাশিমাড়ীতে কমিউনিটি অ্যাকশন ডে উপলক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুশীলনের বাস্তবায়নে ঘঈঝ প্রকল্পের আওতায় ভিএসও (ঠঝঙ) বাংলাদেশের অর্থায়নে পরিচালিত প্রকল্পের অধীনে উপজেলার ১০৫নং পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আওতায় তিন শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়, দুই শতাধিক ব্যক্তির ডায়েবেটিস পরীক্ষা ও দু’শতাধিক ব্যক্তির স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ। এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মীর্জা মিজানুর আলম, সমাজসেবক ডা. মোস্তফা মাহমুদ, মুজিবর রহমান মোল্লা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন আলম পাড়, সমাজসেবক আয়ুব আলী মোড়ল, আব্দুর রহিম মোল্যা, আবু সাঈদ গাজী, আব্দুল মোল্যা, আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা আনসার আলী মোড়ল, আবু দাউদ মোড়ল, মনতেজ মোড়ল প্রমুখ। মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা প্রদান করেন সাতক্ষীরার নবজীবন মেডিকেল ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান (মেডিকেল) ডা. মো. আমিনুল কবীর। এছাড়া পূর্ব গোবিন্দপুর এভার গ্রীন যুব সংঘের তত্বাবধায়নে প্রিন্সিপাল আব্দুল হক রক্তদান সংস্থার উদ্বোধন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version