কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জামিরুল ইসলাম।
মঙ্গলবার (২ অক্টোবর) কালিগঞ্জ সার্কেলের ভারপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার ইয়াছিন আলীর নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি। নবাগত অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) হিসেবে দায়িত্বরত ছিলেন। নিজ কার্যালয়ে জামিরুল ইসলাম সুপ্রভাত সাতক্ষীরা প্রতিনিধিকে জানান, তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। তিনি ২০০৬ সালে ঢাকা বিশ^বিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি পুলিশ বিভাগে যোগদান করেন। এসময় তিনি কালিগঞ্জ ও শ্যামনগর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।