Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে সড়ক পরিবহন আইনের ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: সড়ক পরিবহন আইন ২০১৮’তে শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল প্রাঙ্গণে শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সাইফুল ইসলাম, মোখলেছুর রহমান টুটুল, সহ-সভাপতি মাহাতাব উদ্দীন, সড়ক সম্পাদক শাহীন বাবু, প্রচার সম্পাদক বিকাশ বাবু, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, শ্রমিকের দ-ে ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা অর্থদ- করতে হবে। সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলায় জামিনযোগ্য বিধান রেখে সংশোধনী আইন করতে হবে। সড়ক দুর্ঘটনার জটিলতর মামলার তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণির পরিবর্তে ৫ম শ্রেণি করা, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের অহেতুক হয়রানি বন্ধসহ আলোচনার মাধ্যমে অন্যান্য আইন সংশোধনের উদ্যোগ নিতে হবে।
ওয়েস্কেলে জরিমানার পরিমাণ কমানো ও কারাদ-ের বিধান বাতিল, আলোচনার মাধ্যমে অন্যান্য আইন সংশোধনের উদ্যোগসহ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version