কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর স্পেশাল মডেল একাডেমিতে অভিভাবক সমন্বয় সভা এবং পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানের হলরুমে দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক সামছুদ্দিন রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন। প্রতিষ্ঠানের পরিচালক মহাসিন রেজা মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান তারিক, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের (একাংশ) সভাপতি শাহ আলম ঢালী, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জি এম আকবর হোসেন, শিক্ষক মাওলানা ইউনুস আলী প্রমুখ।
অনুষ্ঠানে অষ্টম শ্রেণির ২৫ জন ও পঞ্চম শ্রেণির ১১ জন পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কালিগঞ্জে স্পেশাল মডেল একাডেমিতে অভিভাবক সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/