কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন নামে তিন মাসের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। জাহাঙ্গীর নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মকবুল ঢালীর ছেলে।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রসেন সানার নেতৃত্বে পুলিশ নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।