কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নতুন রেফারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু ও সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান।
প্রসঙ্গত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এই প্রশিক্ষণে জেলার ৭টি উপজেলা থেকে ৫৫ জন এবং দেশের বিভিন্ন স্থান থেকে আরও ১৯ জন নতুন রেফারি প্রশিক্ষণ গ্রহণ করছেন।
এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ফিফা রেফারি ও এএফসি’র ইন্সট্রাক্টর তৈয়েব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-পরিচালক আমজাদ রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-পরিচালক সুজীত ব্যানার্জী চন্দ্র।