কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বিষপানের সাত দিন পর মমতা মন্ডল (৮১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত ননীগোপাল মন্ডলের স্ত্রী ও বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী নির্মল ম-লের মা।
থানা ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের কারণে মনের কষ্টে গত ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৫টার দিকে বিষপান করেন তিনি। বিষয়টি জানার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহ মঙ্গলবার দুপুরে বাঁশতলা মহাশ্মশানে শেষকৃত্য করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-৩৪, তারিখ: ০২/১০/১৮ খ্রি.।