কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
সোমবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স কল্যাণ ক্লাবে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।