কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পানিতে ডুবে নুর জাহান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উচ্চেপাড়া গ্রামের ফারুক গাইনের মেয়ে।
সোমবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিশু নুর জাহান সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে একা খেলতে যায়। এসময় সে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এদিকে তাকে না পেয়ে তার পরিবাবরের সদস্যরা খোঁজাখুঁিজ করতে থাকে। এক পর্যায়ে শিশু নুর জাহানকে ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।