Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। সমাপনী দিনেও উন্নয়ন মেলায় ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচেপড়া ভীড়। এবারের মেলায় স্টল নিয়ে সরকারি-বেসরকারি ৪৭টি দপ্তর অংশ নেয়।
মেলায় সেরা স্টল নির্বাচিত হয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর, দ্বিতীয় উপজেলা কৃষি অধিদপ্তর এবং তৃতীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্টল।
তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শেষ দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দর্শনার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও আতশবাজির প্রদর্শনী উপভোগ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version