কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে আকবার আলী (৩৫) নামে এক ব্যক্তিকে চুরির অভিযোগে আটক করেছে পুলিশ। সে আশাশুনি উপজেলার লতাখালি এলাকার আদর আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় চোর সন্দেহে স্থানীয় জনতা আকবার আলীকে আটক করে থানায় খবর দেয়। পরবর্তীতে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে¡ পুলিশ সদস্যরা আকবারকে আটক করে থানায় নিয়ে আসে। তার নামে আশাশুনি থানায় দু’টি ও কালিগঞ্জ থানায় দু’টিসহ মোট চারটি চুরি মামলা রয়েছে। শুক্রবার সকালে আকবার আলীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।