শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জে ভাটা সর্দারের খপ্পরে পড়ে দুই যুবক পাঁচ বছর ধরে নিখোঁজ রয়েছে। আর এমন অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিখোঁজ দুইজনের মা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার ঘোজাডাঙ্গা গ্রামের আব্দুল হামিদ গাজীর চেলে শরিফুল ইসলাম (ইট ভাটার সর্দার) পাঁচ বছর পূর্বে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে খলিল হোসেন (১৬) ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ফজলুর রহমানকে (১৭) ইট ভাটায় কাজ দেওয়ার নাম করে ভারতে পাচার করে দেয়। এরপর থেকে তাদের আর কোন সন্ধান পাওয়া যায়নি। সন্তানদের খোঁজে ফজলুর রহমানের মা ছবিরণ বিবি ও খালিদ হোসেনের মা খাদিজা বেগম এলাকার গণ্যমান্য ব্যাক্তিদেরকে জানিয়েও প্রতিকার না পেয়ে প্রায় পাঁচ বছর পরে থানা পুলিশের দারস্থ হয়েছেন।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক শুধাংশ শেখর হালদার জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তের কাজ চলছে, অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযুক্ত শরিফুলের নিকট জানতে চাইলে বিষয়টি তিনি অস্বীকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন।
কালিগঞ্জে ইটভাটার দুই শ্রমিককে গুম করার অভিযোগ!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/