Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে ৩০৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে পৃথক দুটি প্যানেলে দুইজন মহিলা অভিভাবকসহ নয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। এর মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদুল হাসান সমর্থিত প্যানেলের প্রার্থী যথাক্রমে নিমাই চন্দ্র সাহা ১৯৩ ভোট, কোমল সরদার ১৮৯, আবু হাসান ১৮৯, মোহাম্মদ জাহিদ হাসান ১৮৬ ও রুপিয়া বেগম ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি পদে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ব্রজেন কুমার মন্ডল ও সংরক্ষিত মহিলা শিক্ষক পদে শংকরী ঘোষ নির্বাচিত হন।
প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের ব্যবস্থাপনায় নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক অফিসের হিসাবরক্ষক আহমেদ সাব্বির। উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক অসিত সেন নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version