কাদাকাটি (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির কাদাকাটি যুব মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়ে ফাইনালে উঠেছে শিববাটী ফুটবল দল।
সোমবার (৮ অক্টোবর) বিকেলে কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় পাইকগাছার শিববাটী ফুটবল একাদশ ও সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চললেও নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্র্রাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শিববাটী ফুটবল একাদশ ৪-৩ গোলের ব্যবধানে ভালুকা চাঁদপুর ফুটবল একাদশকে পরাজিত করে।
হাজারও দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর খেলাটি পরিচালনা করেন ওয়াসিউদ্দীন খান পিপুল, আছাদুল ইসলাম ও আবুল বাশার। ধারাভাষ্যে ছিলেন আব্দুস সুবাহান, আশরাফ হোসেন ও সবুজ আহমেদ।