Site icon suprovatsatkhira.com

কাদাকাটিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ডেস্ক রিপোর্ট: আশাশুনির পূর্বকাদাকাটির হলদেপোতা নদীতে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার ৬টি নৌকা বাইচ দল অংশগ্রহণ করে। এর মধ্যে খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর সোনারতরী নৌকাবাইচ দল প্রথম, সাতক্ষীরা সদর উপজেলার সোনাবাদালের কালিমাতা নৌকা বাইচ দল দ্বিতীয় ও তালা উপজেলার চরগ্রাম পঙ্কিরাজ নৌকা বাইচ দল তৃতীয় স্থান অধিকার করে।
এর আগে নৌকা বাইচ উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক।
এদিকে, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
এ সময় উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহেনেওয়াজ ডালিম, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, কাদাকাটি চেয়ারম্যান দ্বীপংকর দ্বীপ, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মীরাজ, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল গাইন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল ছোট, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব নাথ, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমির হোসেন জোয়ার্দ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ রনজিত বৈদ্য, শম্ভুজিত মন্ডল, ইউনিয়ন আ’লীগের সভাপতি নুর মোহাম্মাদ, বিমল কৃষ্ণ মন্ডল, কৃষকলীগ সভাপতি সম সেলিম রেজা, আ’লীগ নেতা আক্তার হোসেন, এটিও সঞ্জয় রায় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই শারদীয়া দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ও গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এর ফলে হিন্দু মুসলিম একত্রিত হয়ে এ উৎসব উপভোগ করে। এটি যেন প্রাণের উৎসবে পরিণত হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version