কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের সাংসদ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা শিক্ষা বিভাগের প্রকৌশলী আশিকুর রহমান, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টো লাল গাইন, শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্ম ভিটা আশ্রমের সভাপতি প্রভাষক কার্ত্তিক চন্দ্র মিত্র, সহকারি প্রধান শিক্ষক আজাদ হোসেন, প্রাক্তন ইউপি সদস্য মারুফ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে।