ডেস্ক রিপোর্ট: কলারোয়া সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে কেঁড়াগাছির চারাবাড়ির তেতুলবাড়ি সীমান্তের সোনাই নদীর তীরের শূন্যরেখায় ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার ও বিএসএফ’র নেতৃত্ব দেন ৭৬ বিএসএফ কমান্ড্যান্ট নরেন্দ্র সিং।
সভায় চোরাচালান, মানবপাচার ও গরু পারাপার রোধসহ অবৈধ অনুপ্রবেশ বন্ধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া সীমান্তে স্বাভাবিকতা বজায় রাখতে বিজিবি-বিএসএফ’র পাশাপাশি স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও ভূমিকা রয়েছে বলে উভয়পক্ষ একমত পোষণ করেন।
সভায় বিজিবির পক্ষে আরও অংশ ৩৩ বিজিবি’র কর্মকর্তা হাসানুজ্জামান ও কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার ফারুক কামাল। এছাড়া বিএসএফের পক্ষে আরও অংশ ডিসি অ্যাডজুটেন্টড নিজামুদ্দিন, আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সঞ্জয় সিং, এসআই টিকে মন্ডল প্রমুখ।