মোজাহিদুল ইসলাম, কলারোয়া: কলারোয়ায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে এ সাংস্কৃতিক উৎসব ও মেলার আয়োজন করা হয়। মেলায় স্থান পাওয়া ১০টি স্টলে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা ও সাধারণ মানুষের মাঝে সেবা পৌছে দেয়ার প্রত্যয় জানান সংশ্লিষ্টরা।
এসময় উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
নবাগত ইউএনও আর.এম সেলিম শাহ্ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, অধ্যাপক এমএ ফারুক ও থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার শোভা রায়।