কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কাছারি মোড় এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-বিএনপিকে কোন সন্ত্রাসী কর্মকা- করতে দেয়া হবে না। নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আ’লীগ সোচ্চার। এ সময় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান বক্তারা।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক স ম মোরশেদ আলী, রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা ভূট্টোলাল গাইন, শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম, যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, তাতী লীগ সাধারণ সম্পাদক সরদার জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহম্মেদ জনি প্রমুখ।