Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
বুধবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি এই ল্যাব পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান যুগে আইটির বিকল্প নেই। আপনাদের মাঝে যারা আইটি পারদর্র্শী রয়েছে তাদের কাছ থেকে বাকি শিক্ষকরা কম্পিউটার শিখতে পারেন। এতে লজ্জার কিছু নেই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটার চালানো শিখেছেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে। আইটি শিখুন, জীবন বদলান।
শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছাত্রীদের দিকে বেশি করে নজর রাখবেন। তারা যেনো পড়াশুনার পাশাপাশি আইটিতে পারদর্শী হয়ে ওঠে। মনে রাখবেন ‘গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।’
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারি শিক্ষা অফিসার শরিফুল ইসলাম রশিদ, একাডেমিক অফিসার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়েদ আলী, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version