কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মোনজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় স্কুলের নিজস্ব হলরুমে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্য ওয়াজেদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্কুলের বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে থেকে শুভ হোসেন, মৌছেনা মাহযাবিন ও তানভীর তারেক সৌরভ।
বিদায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা কমিটির সদস্য রউজউদ্দীন, রবিউল ইসলাম, সাহেব আলী, মনিরা পারভীন।
প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ দাস জানান, ২০১৮ সালে ৮ম শ্রেণির জেএসসি পরীক্ষায় মোট ৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৪১ জন ও ছাত্রী ২৬ জন।