কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশ নাশকতার অভিযোগে ৫ নারীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, তুলসীডাঙ্গা গ্রামের শেখ হামিদুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন (৪০), মাছ বাজারের মাইনুল হকের স্ত্রী তাজকিরা হক (৬০), রামকৃষ্ণপুর গ্রামের এসএম মোন্তাজ আলীর স্ত্রী মাহফুজা খাতুন (৪৮), রামভদ্রপুর গ্রামের মৃত মোন্তাজ আলীর স্ত্রী শাহিদা খাতুন (৬০), সোনাবাড়িয়া গ্রামের আ. আজিজের স্ত্রী ফিরোজা খাতুন (৪৫)।
কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মারুফ আহমেদ জানান, বুধবার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর সদরের তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড বিল্ডিং’র উত্তর কক্ষের ভিতর থেকে তাদের আটক করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং- ১৯(১০)১৮।