কলারোয়া প্রতিনিধি: ‘কমাতে হলে সম্পদের ক্ষয়ক্ষতি নিতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ প্রতিপাদ্যে কলারোয়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষ্যে শনিবার কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, সমবায় কমকর্তা নওশের আলী, কলারোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।