কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১০টায় ‘সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসিন আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা নওশের আলী।