Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টিএইচও কামরুল ইসলাম।
সভায় টিএইচও কামরুল ইসলাম বলেন, ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জাতীয়ভাবে বছরে দু’বার এপ্রিল ও অক্টোবর মাসে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের মাধ্যমে শিশুদের কৃমি নাশক ওষুধ খাওয়ানো হয়। এবার উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি ও অন্যান্য) ৫-১৬ বছর বয়সী শিশুকে এই ট্যাবলেট খাওয়ানো হবে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, ডা. শফিকুল ইসলাম, ডা. মেহেরুল্লাহ, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version