নীল আকাশে ভরে আছে
সাদা মেঘের দল,
শরৎ বেলার দেখতে খেলা
নদীর পাড়ে চল।
নদীর জলে কাশের ছায়া
ঢেউয়ের পরে ঢেউ,
ভোরের বেলা শিশির ভেজা
শিউলী কুড়ায় কেউ।
নরম রোদের বিকেল হাসে
চমকে ওঠে মন,
দূর আকাশে বকের সারি
দেখি সারা ক্ষণ।
চোখের ভাঁজে লাজুক হাসি
গাঁয়ের বধু যায়,
রাখাল ছেলের বাঁশের বাঁশি
শুনবি যদি আয়।
শাপলা ফোঁটা বিলের জলে
বিষ্টি যখন পড়ে,
রিমঝিম ঝিম বৃষ্টির তালে
রুই কাতলা নড়ে।
ভোর বেলাতে সবুজ পাতায়
শিশির কণা ভাসে,
সোনা রোদের ছোঁয়া পেয়ে
হাসে দূর্বা ঘাসে।
শরৎ চিঠি পড়তে আমার
ঘুম ভেঙেছে ভোরে,
শিউলী তলায় শিরশিরে পায়
খুঁজি কেবল তোরে।
——————————–
https://www.facebook.com/dailysuprovatsatkhira/