বাংলামায়ে গ্রামান্তরে
বাস করে কতো ভূস্বামী,
রাজাবেশে ঘোরে ফেরে
কতোই না তারা দামী!
অভাবের তাড়নায় অভাবী যতো
তাদের দারস্হ হয়,
সুযোগ বুঝে সুদলোভী যতো
লাখে লাখে অর্থ বিলায়।
বন্ধকী জামানতে ঋণ সবে পায়,
বিনা সুদে অভাবী ফেরায়।
প্রেমহীন প্রীতি, আলোকবিহীন বাতি,
তারে নিয়ে চলে যতো তেলেসমাতি।
সুদখোর মহাজন, ভূমিগ্রাসী ভূস্বামী,
অকারণে লয়গো কেড়ে অন্যের জমি।
অন্যায় বিচারে চালায় শাসন,
কথামঞ্চে ছাড়ে মনোরঞ্জক ভাষণ।
গরীব-দুখী করে তারে ভয়,
বাসনা যতো করে সবই জয়।
মৎস্য চাষে গ্রাস করে
কতো জলাকার!
বলহীনেরা হা-হুতাশ করে
ফেরে নির্বিচার।
দখলে লয় বাড়ি-গাড়ি,
দখল করে নারী,
ফলায় কতো জারি-জুরি,
যেন নেই তার কোন উত্তরসূরী।
হারিবিনা ভূস্বামী মৎস্যচাষী
লয়গো কেড়ে কৃষাণের হাসি,
দেশকে সবে ভালোবাসি,
ফুটাই যেন সর্ববদনে হাসি।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/