তেপান্তরের মাঠ পেরিয়ে,
আসল নতুন জামাই।
সাথে অনেক লোক-লস্কর,
বাজল কত সানাই।
বসতে দিলাম পাটি পেতে,
আরও দিলাম পিড়ে।
খাইতে দিলাম দুধ-কলা-ভাত,
সাথে দিলাম চিড়ে।
নানান জায়গা ঘুরে সে যে,
দেখল নানা দেশ।
সব কিছু সে গুছিয়ে নিল,
নিজের মত বেশ।
জামাই ছিল মস্ত লোভী,
বুঝতে পারিনি কেউ।
সব নিয়ে সে পালিয়ে গেল,
ধরতে পারল না কেউ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/