নলিনীর হাতে একতোড়া গোলাপ
গল্প ফোয়ারায় জড়তা প্রেমালাপ,
বন্ধন গাঁথুনি বলতে এই যা।
এতো প্রেম ছাড়া কিছু নয় !
গোলাপের কি বা দোষ?
মনই বা বুঝবে কি সে।
সে জানে ভালোবাসা হয়ে-
হাত বদল করে প্রেমিকার মনে
বেহুশ শিহরণ বীজ বুনতে,
দূর দরিয়ায় ঢেউ তুলতে।
মেনে নিন প্রেম প্রতীক ‘গোলাপ’।
গোলাপের আজ হাইব্রিড চাষ হয়,
তবে -?
শহুরে গোলাপের সম্পর্কও কি নিষ্ফল?
নলিনী আর পৃথিবীতে নেই !
রক্ত গোলাপে উৎসুক হয়ে –
আজ স্মার্ট ফোন আর ইউটিউবে
নেশা চক্ষুর বিভ্রম তৃপ্তি দিচ্ছে,
হয়তো কিছু ব্যাচেলর ও অভুক্ত সরিসৃপদের।
গোলাপের কি বা দোষ ?
ভুলটা হতে পারে ক্ষুধার্ত মানসাত্মার।
পা ফেলার আগে চোখ ফেলা মস্ত কাজ
সভ্যতার নামে অসভ্যের উজ্জ্বল সাজ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/