Site icon suprovatsatkhira.com

কবিতা: আবেগী রংমহল

আমি আমার মনের চিত্রপটে,
প্রতিনিয়ত প্রকাশ করছি-
প্রেমের প্রতিচ্ছবি।

আবেগ আর কল্পনাকে একত্রিত করে
খুজতে চাইছি প্রেমের উপযোগ।
বাস্তবতাকে রঙের সাগরে মিশিয়ে দিয়ে
আনতে গিয়েছি ভালোবাসার-
প্রান্তিক উপযোগের সমাহার।
আমার ভাবনার প্রতিবিম্বের প্রতিচ্ছবিতে
দেখি প্রচ- অট্টোহাসি।
ব্যর্থতার লোনা জলে ভাসিয়ে দিয়ে
ফিরে পেতে চাই না –
ভালোবাসার প্রান্তিক উপযোগের সীমানা।

তবুও, আমার ভাবনার নিষ্ক্রিয় প্রহরীরা
ঠেঁকায় না অবৈধ অনুপ্রবেশ।
যে যায় যাক না কেন?
যে আসে আসুক-

প্রেমের সবটুকু যোগান সূত্র ঢেলে দিয়ে
তৈরি হবে আবেগের সংকীর্ণচিত্ত।
সেটি হবে প্রেমিকের পূর্ণতা-
কবি চিত্তের ভুল শব্দতত্ত্ব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version