অর্জুন বৃক্ষটি কেঁদে বিধাতারে কয়
জন্ম যদি দিলে মোরে এই ধরা তলে,
পাষাণে বাঁধিতে কেন দিলে না হৃদয়
হেরিলে বিষাদ মম আঁখি ভরে জলে!
ব্যাধিতে চিত্ত যাহার পুড়ে দাবানলে
আমার এ গৃহে আসি কায়া করে ক্ষয়,
আপন ভাবিয়া তারে ধরি বাহু বলে
নাশ করি দুঃখ তার সকল সংশয়।।
পরের সুখেতে দিয়ে স্বার্থ বলিদান
সইলাম কত ব্যথা এই বক্ষে মোর,
কণ্ঠে গাইলাম সেই মানুষেরি গান
অর্থক করেছি যত মুছে জীর্ণ ঘোর।
চিনেছি সকল আজি মায়া জাল ছিড়ে
কি-পেলাম প্রতিদান কৃতঘ্নের ভিড়ে।।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/