কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানকে সামনে রেখে পাইকগাছার কপিলমুনিতে ১০ টাকা মূল্যে চাউল বিক্রয় শুরু হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) সকালে খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে এই চাউল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন পাইকগাছান সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সদস্য সচিব মো. রশিদুজ্জামান মোড়ল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কাশিমনগর পি.টি.ডি ইনস্টিটিউট অধ্যক্ষ মো. শিমুল বিল্লাহ বাপ্পী, সাংবাদিক মহানন্দ অধিকারী, ইউপি সদস্য মো. আ. আজিজ বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মধূসুদন হালদার, যুবনেতা হাসানুর রহমান প্রমুখ।
এ সময় ১ ও ৪নং ওয়ার্ডের ৪শ ৫২ জনের মাঝে ১০ টাকা মূল্যে ৩০ কেজি করে চাউল বিক্রয় করা হয়।
এদিকে, ২ ও ৩নং ওয়ার্ডে চাউল বিক্রয় উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার।
বিশেষ অতিথি ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক রাজু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আ. সালাম মোড়ল। এসময় ৩শ ৫২ জনের মধ্যে ৩০ কেজি করে চাউল বিক্রয় করা হয়।
কপিলমুনিতে ১০ টাকা কেজির চাউল বিক্রয় শুরু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/