ডেস্ক রিপোর্ট: আগামীকাল রবিবার (২৮ অক্টোবর) তালায় আসছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, রাশেদ খান মেনন সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ার দাবিতে রবিবার দুপুর ২টায় অনুষ্ঠিতব্য তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে যোগ দেবেন। সমাবেশ শেষে তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।