ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ওরাকল বিসিএস’র আয়োজনে ক্যারিয়ার ও ক্যাডার চয়েজ বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ওরাকল বিসিএস’র সাতক্ষীরা শাখার ব্যবস্থপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী কর্যালয়ের সাবেক যুগ্ম সচিব এএইচএম আফজাল হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারি রেজিস্ট্রার ডা. সাদীউল ইসলাম এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন।
সেমিনারে সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সিটি কলেজসহ জেলার বিভিন্ন কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সেমিনারে বিসিএস’র ক্যাডার চয়েজসহ সামগ্রিক চাকরির আবেদন, ভাইভা ও চাকরির ক্ষেত্রে সফলতা অর্জনে নানা পরামর্শ দেওয়া হয়।