অক্টোবর ৩০, ২০১৮
এমপি রবির প্রচেষ্টায় অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা নির্মিত হয়েছে ৩টি সাইক্লোন শেল্টার, ১টি ইউপি ভবন, ৪০টি ছোট ব্রিজ, ১০০টি কালভার্ট ও ৭০টি ইউ ড্রেন
![]() আরিফুল ইসলাম রোহিত: ‘বেতনা নদীর এপারে সুপারিঘাটা আর ওপারে বয়েরবাতান গ্রাম। এপার থেকে ওপারে যেতে মাঝে মাঝে ঘণ্টাখানেক সময় লেগেছে। খেয়া পর হয়ে যেতে হতো। কখনো কখনো খেয়া পাওয়া যেত না। রাতে খেয়া চলাচল করতো না। কিন্তু এই ব্রিজটি নির্মাণের ফলে আমাদের দুর্ভোগ কমে গেছে। মানুষ এখন সহজেই যাতায়াত করতে পারছে।’ সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা খেয়াঘাটে বেতনা নদীর উপরে নবনির্মিত ব্রিজের পাশে দাড়িয়ে এভাবেই ব্রিজ নির্মাণের পূর্বের দুর্ভোগ সম্পর্কে বলছিলেন ধুলিহর ইউনিয়নের বয়েরবাতান গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা। তিনি বলেন, এমপি রবি আমাদের এই যাতায়াত ব্যবস্থাকে সহজ করার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। ![]() dav সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তর আরও জানায়, সদর আসনের তিনটি ইউনিয়নে স্থাপন করা হয়েছে তিনটি বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টার। ৮৪ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার শিয়ালডাঙ্গা কারিমিয়া দাখিল মাদ্রাসা কাম সাইক্লোন শেল্টার, ফিংড়ি ইউনিয়নের কমিউনিটি স্কুল কাম সাইক্লোন শেল্টার ও মাছখোলা স্বল্পব্যয়ী প্রাইমারি স্কুল কাম সাইক্লোন শেল্টার স্থাপন করা হয়েছে। এসব সাইক্লোন শেল্টারে যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময় হাজার হাজার মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে। 9,015,605 total views, 134 views today |
|
|
|