অক্টোবর ৩১, ২০১৮
এটাই কী চাঁদনী জয়শ্রীদের পথ: সুভাষ চৌধুরী
ব্যথাতুর হৃদয় নিয়েই কথা বলছি। সময়ের ব্যবধান মাত্র এক বছর। শ্যামনগরের বয়ারসিং গ্রামের জয়শ্রী চক্রবর্তী তখন নওয়াবেকি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ২০১৭ এর ২৭ অক্টোবর তার ঝুলন্ত নিথর দেহ নামালেন স্বজনরা। আর ২০১৮ এর ২৯ অক্টোবর। সাতক্ষীরার বাগানবাড়ি এলাকার বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী আসফিয়া খাতুন চাঁদনীর ঝুলন্ত শীতল দেহ ঘরের আড়া থেকে সযতনে নামালেন তার নিকটজনেরা। এই দুই ঘটনার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বরং সবক্ষেত্রে রয়েছে মিল। 8,495,320 total views, 3,098 views today |
|
|
|