ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ আসনে নির্বাচনী প্রচারণা চালানোর লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) বিকালে জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের নারিকেলতলাস্থ অ্যাডভোকেট মরহুম আব্দুর রহিমের বাসভবনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আনোয়ার জাহিদ তপন, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক দুরুল হুদা লালু, সৈয়দ ইমামুল মুসলেমীন দাদু, জেলা ওলামা পার্টির সভাপতি ইব্রাহীম হোসেন, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় সদস্য রাজিবুল্লাহ রাজু, কানাই লাল প্রমুখ।
প্রস্তুতি সভায় মটরসাইকেল শোভাযাত্রা, পথসভা ও বিভিন্ন ইউনিয়নের প্রচারণা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসময় সদরের ১৪টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি/সাধারণ সম্পাদকসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/