আমরা শুধু দেখি, মেঘেরা হেঁটে যায় আমাদের পথে
দেখা গুলোও অদেখা হয় পৃথিবীর চোখে
তবে পৃথিবী চোখ খুলবে একদিন-
তুমি স্নান করতে গিয়ে পুকুর কে উলঙ্গ করবে
পাড়ের আগাছাগুলো পরিষ্কার করতে গিয়ে
তুমি তোমার চোখ যখন উপড়ে নেবে
দেবদারু তলায় আমি তখন মাটির বীজ বুনবো
পাখিরা মাটির গান শুনতে থাকবে-
ওপাশে, জানালার মত কিছু বিস্তৃত মাঠ
আমার মুখের ভেতর ঢুকতে থাকবে
ঝড় বয়ে যাবে, তুমুল ঝড় প্রচ- বেগে।
খুব কাছ থেকে কিছু কান্নার আওয়াজ
মিশে যাবে জলের ভেতর
আকাশ ভেঙে পড়বে গাছের বাঁকলে
ভূমিকম্পের মত উ™£ান্ত ঝাঁকানিতে
মানবের চোখ বন্ধ হয়ে আসবে
গোঙাতে গোঙাতে আমরা মৃত্যুর রং গিলে খাবো
তবুও আমরা জেগে উঠবো না
শুধু লোকেদের দেখাতে খুঁজতে থাকবো
পৃিথবীর সরলপথ, মেকি বসনের গানে
যা দিয়ে ঢেকে রাখা যায় আমাদের চোখ।
পুনরুত্থান শেষেও আমরা কেউ কাউকে খুঁজবো না
অন্ধের মত শুধু সমৃদ্ধ হওয়ার বুদ্ধি কুড়াবো।
ঋজু : গাজী হাবিব
https://www.facebook.com/dailysuprovatsatkhira/