Site icon suprovatsatkhira.com

ইয়ং টাইগার্স অ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা: বাগেরহাটের বিরুদ্ধে ৩ উইকেটে জয় পেল বরিশাল

আবু রাইয়ান: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮-১৯ এর ষষ্ঠ ম্যাচে বাগেরহাট জেলা দলের বিরুদ্ধে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে বরিশাল জেলা দল। সকালে টস জিতে ব্যাট করার সিদ্বান্ত নেন বাগেরহাট দলের অধিনায়ক স্বাধীন শরীফ। শুরুতেই সাজঘরে ফিরেন ওপেনার সাজ্জাদ জিয়া। এরপর ব্যক্তিগত ৪ রানে হোসেন শেখ ফিরলে চাপে পড়ে যায় দলটি। চাপ সামলে ক্রিজে থেকে রান তুলতে থাকে আরেক ওপেনার মাহমুদুল হাসান। তৃতীয় উইকেটে অধিনায়ক শরীফকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন এই ব্যাটসম্যান। তবে দলীয় ৭৬ রানে জহিরুলের বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। এরপর উইকেটে নামেন উশান দাস। অন্য প্রান্তে থাকা শরীফের সাথে ভালোই সঙ্গ দেন তিনি। শেষ পর্যন্ত ৪৫ ওভার ব্যাট করে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে বাগেরহাট জেলা দল। বাগেরহাটের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন স্বাধীন শরীফ। এছাড়া মাহমুদুল হাসান করেন ২৯ রান। বরিশালের পক্ষে ইমন হোসেন রাব্বি ৩টি, আমিরুল ও জহিরুল ২টি এবং তহিদুল ও রাইহান ১টি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার তানজীল আহমেদকে হারায় বরিশাল। দলীয় ২৯ রানে তানজীল বিদায়ের পর প্রতিরোধ গড়েন আরেক ওপেনার শাহেদ। দ্বিতীয় উইকেটে আসে ৩৯ রান। এরপর নির্ধারিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ররিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেন রাইহান খান ও ইমন হোসেন রাব্বি। ফলে ১৮ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় পায় বরিশাল জেলা দল। বরিশালের হয়ে সর্বোচ্চ ২৭ রান আসে শাহেদের ব্যাট থেকে। অন্যদিকে বাগেরহাটের বোলারদের মধ্যে ৮ ওভার বল করে ১৭ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন অধিনায়ক স্বাধীন শরীফ। ম্যাচ পরিচালনা করেন আবু হাসান বাবলু ও তৌফিক। স্কোরার ছিলেন কাজী ফারহাদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version