অক্টোবর ১৯, ২০১৮
ইছামতিতে প্রতিমা বিসর্জনে ভাসলো আনন্দের ভেলা
মীর খায়ারুল আলম/এমএ মামুন/সাইফুল ইসলাম, দেবহাটা: ভারত-বাংলাদেশ সীমানা জুড়ে বয়ে চলা ইছামতি নদীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় উৎসব। আর এই উপলক্ষ্যে দু-দেশের মানুষের ভীড়ে মুখরিত হয়ে উঠেছিল ইছামতির দু’পার। 8,954,406 total views, 10,156 views today |
|
|
|