Site icon suprovatsatkhira.com

ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে আলোচনা: ইঁদুর বছরে ২ লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য নষ্ট করে

ডেস্ক রিপোর্ট: ‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৮ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় প্রধান অতিথি বলেন, ‘ইঁদুর যে শুধু ফসলের ক্ষতি করে তাই নয়, এরা আসবাবপত্র, বাঁধ, সড়ক, মহাসড়ক প্রভৃতির ক্ষতি করে। বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতিও ইঁদুরের হাত থেকে রেহায় পায় না। ইঁদুর বছরে ২ লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য নষ্ট করে। ক্ষতিকর জীবাণু বহন করে। ফসলসহ মূল্যবান সম্পদ রক্ষার্থে ইঁদুর নিধন কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
এ সময় তিনি পরিবেশবান্ধব কৃষি এবং কৃষকের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।’
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুর ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন প্রমুখ।
এসময় ইপস্থিত ছিলেন উপসহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, অমল কুমার ব্যাণার্জী, নীল কণ্ঠ সরকার, এস.এম ইকবাল আহম্মদ, মো. আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারি কৃষি অফিসার সীমন্ত কুমার দাস।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ইঁদুর নিধন অভিযান সম্পর্কে প্রতিপাদ্য উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version