Site icon suprovatsatkhira.com

আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় পিএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় পিএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) সকালে মাদ্রাসার হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের বিদ্যুৎসায়ী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, সদস্য মো. আবু সোয়েব এবেল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল হামিদ আজাদী, মাওলানা নুর আহম্মদ, মো. রেজাউল করিম, মনিরুল ইসলাম, মো. আনারুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা তৈয়্যেবুর রহমান, আবুল বাসার, মাওলানা আব্দুল করিম, মো. মোমীন আলী, মো. সাইফুল ইসলাম, মো. শহিদুল্লাহ, সাজেদা খাতুন, মেহেরুন নাহার প্রমুখ।
এসময় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ৫০ জন পিএসসি ও জেডিসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে তাদের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম জিয়া। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি মৌলভী আমিনুর রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version