আশাশুনি প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে তিনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবদিকদের সাথে কুশল বিনিময় করে প্রেসক্লাব ও সাংবাদিকদের সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জিএম আল-ফারুক, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম হুমায়ন কবির সুমন ও সাংসদের সফরসঙ্গীবৃন্দ।